৳ ২০০ ৳ ১৭৬
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
নাতিদীর্ঘ জীবৎকালের পরিসরে সৃষ্ট জিবরানের সাহিত্যকৃতি ও চিত্রকর্মের আড়ালে রক্ত-মাংসের আসল মানুষটিকে খুঁজতে হলে, তার লালিত স্বপ্নের উদয়-বিলয়, আশা-নৈরাশ্য, অর্জন-বিসর্জনের অন্তরালে থাকা মানুষটির আন্তরসত্তার নাগাল পেতে হলে যে মাটির গভীরে তার শিকড় প্রোথিত, সেই মৃত্তিকার অন্ধকার গর্ভে সহস্রবর্ষ সঞ্চিত যে প্রাণরসে তার অন্তর্গত সত্তার লালন, যে উন্মুক্ত আকাশের নিচে তার অবাধ বিস্তার, সেসবের সন্ধান নেওয়া একান্ত অপরিহার্য। কারণ তার স্বদেশের কয়েক সহস্রাব্দের ইতিহাস, পুরাণ কথা, সেখানকার ভূমিপুত্রদের ধ্যান-ধারণা, তাদের আনন্দ-বিষাদ কখনো প্রত্যক্ষে, কখনো পরোক্ষে তার সমগ্র সাহিত্যকৃতিতে ও চিত্রসৃজনে বারংবার ছায়া ফেলে গেছে। সেসব অনুষঙ্গ ব্যতীত জিবরানের স্বরূপসত্তার খোঁজ পাওয়া কঠিন।
বক্ষ্যমাণগ্রন্থে লেখক আন্তরিকভাবে সেই খোঁজে বেরিয়েছেন এবং অভীপ্সু পাঠককে সেই যাত্রাপথের সঙ্গী করতে চেয়েছেন।
Title | : | জিবরানের খোঁজে |
Author | : | অসিতবরণ ঘোষ |
Publisher | : | কথাপ্রকাশ |
ISBN | : | 9789849666509 |
Edition | : | 1st Edition, 2022 |
Number of Pages | : | 109 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
অসিতবরণ ঘোষের জন্ম ১৯৩৬ সালে, যশোর শহরে। তিনি ১৯৫৩ সালে যশোরের সম্মিলনী ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন, খুলনার ব্রজলাল কলেজ থেকে আইএসসি এবং যশোরের মাইকেল মধুসূদন কলেজ থেকে ১৯৫৭ সালে কৃতিত্বের সাথে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। কঠিন ব্যাধি ও আর্থিক সংকটের কারণে স্নাতকোত্তর পাঠে ছেদ ঘটিয়ে তিনি ১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে তার নিজের স্কুলেই শিক্ষকতায় যোগ দেন। তিন বছর শিক্ষকতার পর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দেশের বিভিন্ন কলেজে শিক্ষকতার পর সব শেষে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে তিনি ১৯৯৩ সালে অবসরগ্রহণ করেন। শিক্ষকতা জীবনের একেবারে শুরু থেকেই তিনি ছাত্রদের সাংস্কৃতিক চেতনা এবং মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বিকাশে একজন নিরলস কর্মী হিসেবে কাজ করে চলেছেন। আমাদের দেশে শিশুশিক্ষায় প্রবহমান নৈরাশ্য ও নৈরাজ্য নিরসনে তিনি বিগত দুই যুগ ধরে নানাবিধ কর্মযজ্ঞের আয়োজন ও উদ্যাপন করে আসছেন। এতদুদ্দেশ্যে তিনিই প্রথম বিশ্বনন্দিত শিশুশিক্ষাবিদ মারিয়া মন্তেসরি প্রণীত গ্রন্থ দ্য সিক্রেট অব চাইল্ডহুড হোয়াট ইউ শ্যুড নো অ্যাবাউট ইওর চাইল্ড এবং দি অ্যাবজরবেন্ট মাইন্ড বাংলা ভাষায় অনুবাদ করেন, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। নোবেল বিজয়ী স্যামুয়েল বেকেট রচিত নাটক অল দ্যাট ফল (সমূহ পতন)-এর সার্থক গ্রন্থ তিনি অনুবাদ করেছেন, যার মধ্যে দ্য ওয়ান্ডারার (সেই পরিব্রাজক) এবং দ্য ম্যাডম্যান (পাগল), স্যান্ড অ্যান্ড ফোম (বালুকা ও ফেনা), দ্য প্রফেট ইতোমধ্যেই প্রকাশিত এবং সুধীমহলে সমাদৃত হয়েছে। তার মৌলিক গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখ্য রামমোহন এবং ক্রান্তদর্শী শ্রীঅরবিন্দ।
If you found any incorrect information please report us